সেন্টোসা দ্বীপে কিম-ট্রাম্প শীর্ষ বৈঠক
মার্কিন প্রেসিডেন্টের সরকারি দপ্তর হোয়াইট হাউজ থেকে ঘোষণা করা হয়েছে যে, সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্টোসা দ্বীপে প্রেসিড্টে ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স মঙ্গলবার জানান, মার্কিন প্রেসিডেন্ট ও কিম জং উনের মধ্যকার বৈঠকের স্থান হিসেবে সিঙ্গাপুরের সেন্টোসা দ্বীপের ক্যাপেলা হোটেলকে বেছে নেয়া হয়েছে। এজন্য সারাহ স্যান্ডার্স সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
বৈঠক অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুর সরকার দেশের মধ্যাঞ্চলকে আগামী ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। ওই এলাকায় সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস এবং বেশ কয়েকটি নামি-দামী হোটেল রয়েছে। আসন্ন বৈঠককে সামনে রেখে সিঙ্গাপুর সরকার দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এতে জনগণের চলাচল থেকে শুরু করে অনেক কিছুর ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
আগামী ১২ জুন কিম জং উন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকটি অনুষ্ঠানের কথা রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬