ট্রাম্প-কিমের চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন
(last modified Tue, 12 Jun 2018 08:47:38 GMT )
জুন ১২, ২০১৮ ১৪:৪৭ Asia/Dhaka
  • ওয়াং ই
    ওয়াং ই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক ও চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন।

চুক্তি সইয়ের আগে চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন দু দেশ পরমাণু নিরস্ত্রীকরণের মতো মৌলিক ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে পারবেন। বার্তা সংস্থার রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে। 

চুক্তিতে সই করছেন কিম (বামে) ও ট্রাম্প

চীনের স্টেট কাউন্সিলর বলেন, পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ঐকমত্য হলেও উত্তর কোরিয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার গ্যারান্টি থাকতে হবে।

এর আগে, মর্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঐতিহাসিক বৈঠকে বসেন এবং তারপরই চুক্তিতে সই করেছেন। ট্রাম্প এ চুক্তিকে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আশা করা হচ্ছে খুব শিগগিরি কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হবে। চুক্তিতে উত্তর কোরিয়ার পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২

 

ট্যাগ