বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে মেক্সিকোর চমক
(last modified Sun, 17 Jun 2018 18:00:39 GMT )
জুন ১৮, ২০১৮ ০০:০০ Asia/Dhaka
  • জার্মানির জালে মেক্সিকোর গোল
    জার্মানির জালে মেক্সিকোর গোল

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। ম্যাচের ৩৫ মিনিটে একমাত্র গোলটি করেন ২২ বছর বয়সী হিরভিং লোজানো। দারুণ এই জয়ে এবার বিশ্বকাপে বড় চমক দিল মেক্সিকো।

রাশিয়ার লুজনিকি স্টেডিয়ামে আজ (রোববার) শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচটি। ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল জার্মানি বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণও বেশি করেছে।

খেলার ৩৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় মেক্সিকো। হাভিয়ের এর্নান্দেজ বাঁদিকে বল বাড়ান লোজানোকে। অনেক দৌড়ে এসে বল রিসিভ করা সময়ই জামার্নির এক খেলোয়াড়কে এড়ান এই ফরোয়ার্ড। আরেকজন ডিফেন্ডার এগিয়ে এসে বাধা দেয়ার আগেই নিচু গড়ানো শটে খুঁজে নেন জাল।

তিন মিনিট পর গোল পেয়ে যাচ্ছিল জার্মানিও। টনি ক্রুসের ফ্রি-কিকে উঁচুতে ঝাঁপিয়ে বলে গ্লাভস লাগান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তাতে বল লাগে ক্রসবারে।

৫৬ মিনিটে আবারো গোল দেয়ার সহজ সুযোগ পায় মেক্সিকো। গোলরক্ষককে একা পেয়েছিলেন চিচিরিতো। তবে বাঁ প্রান্তে আন্দ্রেস গৌরদাদোকে পাস দিতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন তিনি। একটু বেশি সামনে থাকায় বল ধরতে পারেননি গৌরদাদো। পরের মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল পেতে পাতো জার্মানিও। তবে থমাস মুলারের নেয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন মেক্সিকান গোলরক্ষক।

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হাতে হিরভিং লোজানো

প্রতি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ এসেছিল মেক্সিকোর সামনে। কিন্তু ডি-বক্সে ফাঁকায় থাকা কার্লোস ভেলাকে ঠিকমতো বল বাড়াতে পারেননি এর্নান্দেজ।

৭৪তম মিনিটে মাঠে নামেন মেক্সিকোর ডিফেন্ডার রাফা মার্কেস। স্বদেশের আন্তোনিও কারবাহাল ও জার্মান কিংবদন্তি লোথার মাথেউসের পর তিনি খেললেন পাঁচটি বিশ্বকাপ আসরে।

৮৩ মিনিটে গোলবারে দারুণ শট নিয়েছিলেন ক্রুস। এবারও দারুণ দক্ষতায় তা লুফে নেন গোলরক্ষক ওচোয়া। ৮৬ মিনিটে ওজিলের ক্রস থেকে ফাঁকায় হেড করার সুযোগ পেয়েছিলেন বদলি খেলোয়াড় মারিও গোমেজ। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। তিন মিনিট পর জুলিয়ান ব্রান্ডিতের বল বারে লাগলে দীর্ঘশ্বাস লম্বা হয় জোয়াকিম লোর শিষ্যদের।  শেষ পর্যন্ত গোল আদায় না করতে পারায় ০-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

গত বছর দুই দলের শেষ দেখাতেও কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে ৪-১ গোলে হেরেছিল মেক্সিকো। এবার নিল তারা মধুর প্রতিশোধ। ১৯৮৫ সালের পর প্রথমবারের মতো হারাল জার্মানিকে।

অন্যদিকে, ১৯৮২ আসরের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১৯৭৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্বের কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হল তারা।

আজকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেক্সিকোর পক্ষে একমাত্র গোলদাতা ২২ নম্বর জার্সিধারী হিরভিং লোজানো। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলবে জার্মানি। একই দিন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

 

ট্যাগ