গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬০
https://parstoday.ir/bn/news/world-i60302-গ্রিসে_দাবানলে_নিহতের_সংখ্যা_বেড়ে_৬০
গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি এলাকায় দাবানালে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত ১৭০ জন। এখনও বহু মানুষ ওই এলাকায় আটকা পড়ে রয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ২৪, ২০১৮ ১৮:১২ Asia/Dhaka
  • গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬০

গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি এলাকায় দাবানালে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। আহত হয়েছে অন্তত ১৭০ জন। এখনও বহু মানুষ ওই এলাকায় আটকা পড়ে রয়েছে।

শত শত ফায়ার ফাইটার আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। তারা এ পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ সমুদ্রতীরের এথেন্সের ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে মাতি রিসোর্টে আটকা পড়েছিলেন। এখনও অনেকেই আটকা পড়ে রয়েছেন।

মাতি রিসোর্টটি রাফিনা অঞ্চলে অবস্থিত। জায়গাটি স্থানীয় পর্যটকদের জন্য বিশেষ করে অবসরপ্রাপ্ত লোকজন ও শিশুদের ছুটিকালীন ক্যাম্পের জন্য বিখ্যাত। গতকাল (সোমবার) সকালে এথেন্সের কাছে উপকূলীয় এলাকার লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়।

এর আগে গ্রিসে আর কখনোই দাবানলে এতে বেশি লোক মারা যায় নি। এর আগে ২০০৭ সালের আগস্টে পেলোপোনেস উপদ্বীপে ভয়াবহ আগুনে বহু মানুষ মারা গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪