ইরানের পরমাণু সমঝোতার প্রতি এশিয়া ও ইউরোপের শীর্ষ নেতাদের সমর্থন ঘোষণা
(last modified Sat, 20 Oct 2018 01:05:23 GMT )
অক্টোবর ২০, ২০১৮ ০৭:০৫ Asia/Dhaka
  • ইরানের পরমাণু সমঝোতার প্রতি এশিয়া ও ইউরোপের শীর্ষ নেতাদের সমর্থন ঘোষণা

এশিয়া ও ইউরোপের শীর্ষ নেতারা প্যারিসে এক সম্মেলন থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এশিয়া-ইউরোপ মিটিং বা আসেমের শীর্ষ সম্মেলন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতা একটি উপকারী ও কার্যকর চুক্তি যা বাস্তবায়ন করলে সুফল পাওয়া যাবে।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আসেমের ১২তম দ্বিবার্ষিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের বলেছেন, এই সম্মেলনে এশিয়ার দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঐক্যমত প্রকাশ করেছে।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিশেষ চ্যানেল চালু করার কথা উল্লেখ করে মোগেরিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চ্যানেল চালু করা যাবে বলে তিনি ব্যাপকভাবে আশাবাদী।

ফেডেরিকা মোগেরিনি

ইইউ সম্প্রতি ঘোষণা করেছে, ইরানের সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে ইউরোপীয় কোম্পানিগুলো যাতে কোনো প্রতিবন্ধকতার শিকার না হয় সেজন্য তেহরানের সঙ্গে আর্থিক লেনদেন নির্বিঘ্নে রাখার জন্য তারা এসপিভি নামের একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। কিন্তু ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি চীন ও রাশিয়া ট্রাম্পের এই পদক্ষেপের বিরোধিতা করে পরমাণু সমঝোতার পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।

ইউরোপীয় কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান জোট, মঙ্গোলিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ভারত, বাংলাদেশ, কাজাকিস্তান, রাশিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড ও ক্রোয়েশিয়া মিলে ১৯৯৬ সালে এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম গঠন করেছিল। বর্তমানে এই গ্রুপের সদস্য দেশের সংখ্যা ৫৩। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০

ট্যাগ