নাইজেরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম-খ্রিস্টান দাঙ্গা: ৫৫ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i65219-নাইজেরিয়ায়_তুচ্ছ_ঘটনাকে_কেন্দ্র_করে_মুসলিম_খ্রিস্টান_দাঙ্গা_৫৫_জন_নিহত
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি মার্কেটে মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।
(last modified 2025-12-24T14:20:33+00:00 )
অক্টোবর ২২, ২০১৮ ০৩:১৩ Asia/Dhaka
  • নাইজেরিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুসলিম-খ্রিস্টান দাঙ্গা: ৫৫ জন নিহত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি মার্কেটে মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এসব তথ্য  জানিয়েছেন।

গত বৃহস্পতিবার প্রথমে সংঘর্ষে দুইজন নিহত হয়। এরপর খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে হঠাৎ করে মুসলমানদের ওপর হামলা চালায়। তারা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়।

এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মাঝে প্রায়ই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরের জীবন কেড়ে নেয় তারা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২