মার্কিন ঘাঁটি ইস্যুতে ওকিনাওয়াতে গণভোটের সিদ্ধান্ত; উদ্বেগে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i65332-মার্কিন_ঘাঁটি_ইস্যুতে_ওকিনাওয়াতে_গণভোটের_সিদ্ধান্ত_উদ্বেগে_আমেরিকা
জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। আজ (শুক্রবার) ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেওয়া হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০১৮ ১৮:১৪ Asia/Dhaka
  • ওকিনাওয়ার স্থানীয় সংসদ
    ওকিনাওয়ার স্থানীয় সংসদ

জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ইস্যুতে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সংসদ। আজ (শুক্রবার) ওকিনাওয়ার স্থানীয় সংসদের অধিকাংশ সদস্য গণভোট আয়োজনের পক্ষে ভোট দেয়। ওকিনাওয়ার জনগণ ঘাঁটিটি ওই দ্বীপের অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করে বলছে, এই দ্বীপে মার্কিন ঘাঁটি রাখতে দেওয়া হবে না।

জাপানের কেন্দ্রীয় সরকার ও আমেরিকা ওকিনাওয়া দ্বীপের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সামরিক ঘাঁটিটি সরিয়ে ওই দ্বীপেরই কম জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকায় তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন দ্বীপবাসী। এরই পরিপ্রেক্ষিতে এক মাস আগে গভর্নর নির্বাচনে মার্কিন ঘাঁটি বিরোধী প্রার্থী ডেনি টামাক-কে ভোট দেয় জনগণ। 

এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে'র সঙ্গে দেখা করে গভর্নর ডেনি টামাক বলেন, আমেরিকার এটা জানা উচিৎ ওয়াকিনাওয়ার জনগণ এই দ্বীপে আর মার্কিন ঘাঁটি দেখতে চায় না। 

ওকিনাওয়ার জনগণের দাবি, জাপানি ও মার্কিন সরকার ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তা স্থায়ীভাবে এই দ্বীপেই রেখে দিতে চাচ্ছে। এ কারণে ঘাঁটি স্থানান্তরের পরিকল্পনারও তারা বিরোধী। 

ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনারা বছরের পর বছর ধরে সেখানে হত্যা-ধর্ষণসহ নানা ধরণের অপরাধ করে আসছে। মার্কিন সেনাদের এসব অপকর্ম থেকে মুক্তি পেতে দ্বীপটির জনগণ বহু বছর ধরেই ঘাঁটি বন্ধের দাবি জানাচ্ছে। 

এদিকে, ওকিনাওয়ার স্থানীয় সংসদের সিদ্ধান্তে উদ্বেগে রয়েছে মার্কিন সরকার। কারণ মার্কিন সরকার নতুন এলাকায় যখন অবকাঠামোগত উন্নয়ন চালাচ্ছিল তখনি পরিকল্পনার বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ল। গত আগস্ট পর্যন্ত নতুন এলাকায় অনেক নির্মাণ কাজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬