তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার হওয়া উচিত: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i66220-তেলের_দাম_ব্যারেলপ্রতি_৬০_ডলার_হওয়া_উচিত_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত। অবশ্য, দুই সপ্তাহ আগে পুতিন তার দেশের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার লাগসই বলে মন্তব্য করেছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০১৮ ২২:২২ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত। অবশ্য, দুই সপ্তাহ আগে পুতিন তার দেশের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার লাগসই বলে মন্তব্য করেছিলেন।

গতকাল (বুধবার) মস্কোয় এক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে তার দেশ তেল বাজারকে স্থিতিশীল করার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তেলের বর্তমান মূল্য ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায্য’ এবং আগামী বাজেট বাস্তবায়নের জন্য যে অর্থ প্রয়োজন তার জন্য মানানসই।

আগামী সপ্তাহে ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত তেল উত্তোলন কমানো কিংবা এ নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনার কোনো কথা বলে নি রাশিয়া। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্সে জি-২০ সম্মেলনের অবকাশে পুতিন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে পারেন।

গত মাসে প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের দাম বাড়িয়ে দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৯