মার্কিন সেনা প্রত্যাহার করলে আফগানিস্তানে শান্তি আসবে: পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i66772-মার্কিন_সেনা_প্রত্যাহার_করলে_আফগানিস্তানে_শান্তি_আসবে_পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করলে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশটিতে শান্তি ফিরে আসবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ২২:০২ Asia/Dhaka
  • শাহ মেহমুদ কোরেশি
    শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করলে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশটিতে শান্তি ফিরে আসবে।

আজ (শনিবার) মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় কোরেশি একথা বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি দেখতে চায় পাকিস্তান। পাশাপাশি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইসলামাবাদ নিজের ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আফগান সংকট সমাধানের জন্য পাকিস্তান সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।

আফগানিস্তানে মোতেয়ন মার্কিন সেনা

আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনের জন্য তালেবান ও আমেরিকা যে আলোচনায় বসেছে তার প্রতিও সমর্থন জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতির অবনতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মেহমুদ কোরেশি বলেন, পাক সরকার বিষয়টি আন্তর্জাতিক সমস্ত ফোরামে উত্থাপন করছে। তিনি জানান, কাশ্মিরের জনগণের দুরাবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলাপ করেছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করেছেন।#      

পার্সটুডে/এসআইবি/২২