চীন বানাচ্ছে ‘সব বোমার জননী’; ফুটেজ প্রকাশ
চীনের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ‘চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড’ বা নরিনকো যে বিশাল বোমা তৈরির করেছে তার একটি বিডিও ফুটেজ প্রকাশ করেছে বেইজিং। চীনের গণমাধ্যম এ বোমার নাম দিয়েছে ‘মাদার অব অল বোম্ব’ বা ‘সব বোমার জননী’।
নরিনকো এই প্রথম তার প্রমোশনাল ভিডিও ফুটেজের মাধ্যমে এ বোমা জনগণের সামনে আনলো। বৃহস্পতিবার চীনা ভাষার দৈনিক ‘গ্লোবাল টাইমস’ এ তথ্য জানিয়েছে।
প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে চীনের এইচ-৬কে বোমারু বিমান থেকে ছয় মিটার লম্বা একটি বোমা খোলা সমতল ভূমিতে ফেলা হচ্ছে। বোমা ফেলার পর সেখানে বিশাল বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
বলা হচ্ছে- এটা চীনের পরমাণু বোমার বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা। চীনের বিশাল বোমারু বিমান ৬-এইচকে একবারে মাত্র একটি বোমা বহন করতে সক্ষম হবে। সামরিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে চীনা দৈনিকটি বলেছে, এ বোমা মোতায়েন করা হলে শত্রু-শিবিরে ভীতি ছড়িয়ে পড়বে। এ বোমার বিশাল বিস্ফোরণে শত্রুর সুরক্ষিত লক্ষ্যবস্তু যেমন সামরিক জনশক্তির ভবন, দূর্গ এবং ডিফেন্স শেল্টার সহজেই ধ্বংস হবে বলে সামিরক বিশ্লেষক উইয়ি ডংশু জানান।#
পার্সটুডে/এসআইবি/৫