চীনে আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানের দুটি সিনেমা
https://parstoday.ir/bn/news/iran-i143090-চীনে_আন্তর্জাতিক_শিশু_কিশোর_চলচ্চিত্র_উৎসবে_প্রশংসিত_ইরানের_দুটি_সিনেমা
পার্সটুডে জানিয়েছে, চীনে আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে ইরানি ফিল্ম 'বিরো' এবং অ্যানিমেশন 'লুপটো' দর্শকদের নজর কেড়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৭, ২০২৪ ১৭:৩৯ Asia/Dhaka
  • চীনে আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানের দুটি সিনেমা

পার্সটুডে জানিয়েছে, চীনে আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবে ইরানি ফিল্ম 'বিরো' এবং অ্যানিমেশন 'লুপটো' দর্শকদের নজর কেড়েছে।

চীনের চেংদু শহরে ১৭ তম আন্তর্জাতিক শিশু- কিশোর চলচ্চিত্র উৎসবে মুর্তজা আলী আব্বাস মির্জাই পরিচালিত 'বিরো' এবং আব্বাস আসকারি পরিচালিত অ্যানিমেশন 'লুপটো' প্রদর্শিত হয়। সিনেমা দুটি শিল্পী, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র সমালোচকদের কাছে সমাদৃত হয়েছে। ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

ইসলামিক কালচার অ্যান্ড কমিউনিকেশন অর্গানাইজেশনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, চলচ্চিত্র উৎসবে আর্ট ফিল্ম শ্রেণিতে বিশ্বের বিভিন্ন দেশের মোট একশত উনত্রিশটি সিনেমা প্রদর্শিত হয়।

এরমধ্যে আটটি দেশ- জাপান, রাশিয়া, ইরান, কানাডা, জার্মানি, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস এবং ইন্দোনেশিয়ার মোট পনেরটি চলচ্চিত্র চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়। এছাড়া চীনা ২০টি শিশুতোষ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।

ইরানি চলচ্চিত্র দুটির গল্পের স্বকীয়তা, কাজের সাধারণ পরিবেশ ইরানী সংস্কৃতি এবং সমাজকে চমৎকারভাবে উপস্থাপন করেছে যা মিডিয়ার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছে।#

পার্সটুডে/জিএআর/২৭