মাকরান উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের তেলবাহী ট্যাঙ্কার আটক করল আইআরজিসি
-
মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কার ‘তালারা’
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ ইউনিট আদালতের নির্দেশে মাকরানের দক্ষিণ উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর গতকাল (শনিবার) জানিয়েছে, আদালত জাহাজটির কার্গো জব্দের নির্দেশ দেওয়ার পর তাদের র্যাপিড রিয়েকশন ইউনিটগুলো শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কার ‘তালারা’–কে নজরদারিতে রাখে।
বিবৃতিতে বলা হয়, ৩০,০০০ টন পেট্রোকেমিক্যাল সামগ্রী বহনকারী এবং সিঙ্গাপুরের পথে যাত্রারত ট্যাঙ্কারটিকে তার বিধি লঙ্ঘনের তদন্তের জন্য নোঙরের স্থানে নিয়ে যাওয়া হয়।
আইআরজিসি নৌবাহিনী জানায়, "এই অভিযান আইনগত দায়িত্বের অংশ হিসেবে, এবং ইরানের জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষার্থে পরিচালিত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজ, কার্গো ও সংশ্লিষ্ট নথিপত্র পুরোপুরি পর্যালোচনা করে দেখা গেছে যে ট্যাঙ্কারটি 'অননুমোদিত পণ্য পরিবহনের' সাথে জড়িত।
মার্কিন কর্মকর্তারা শুক্রবার বলেন, তালারা জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে সিঙ্গাপুরের দিকে যাত্রা করছিল, যখন আইআরজিসি বাহিনী সেটি আটকায়।
ব্রিটিশ সামরিক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-ও জাহাজটি জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেছে, 'তালারা' ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল।
এর আগে মে ২০২২ সালে, নিয়ম ভঙ্গের অভিযোগে আইআরজিসি বাহিনী দুটি গ্রিক ট্যাঙ্কার জব্দ করে এবং ওই বছরের নভেম্বর পর্যন্ত সেগুলো আটকে রাখে। তারা এপ্রিল ২০২৪ সালে হরমুজ প্রণালীতে পর্তুগিজ পতাকাবাহী মালবাহী জাহাজ এমএসসি অ্যারিজকেও আটক করে।#
পার্সটুডে/এমএআর/১৬