ইসরাইলি ক্রীড়াবিদ ইস্যুতে অনড় অবস্থানে মালয়েশিয়া
(last modified Sat, 26 Jan 2019 13:25:13 GMT )
জানুয়ারি ২৬, ২০১৯ ১৯:২৫ Asia/Dhaka
  • মাহাথির মোহাম্মাদ
    মাহাথির মোহাম্মাদ

ইহুদিবাদী ইসরাইলের ক্রীড়াবিদদের ভিসা না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ আজ (শনিবার) আবারও বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে প্রতারক। মালয়েশিয়ার জনগণ প্রতারকদের পছন্দ করে না।

তিনি আরও বলেছেন, ইসরাইলি ক্রীড়াবিদদেরকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়ার অধিকার তার দেশের সরকারের রয়েছে। এ কারণে আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়ায় আসতে পারবে না ইসরাইলি ক্রীড়াবিদরা। 

এর আগে মাহাথির জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের দমনপীড়নের মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আলোকে চলতি বছর মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওয়ার্ল্ড প্যারা সুইমিং চ্যাম্পিয়নশীপে অংশ নিতে ইসরাইলি সাতারুদের ভিসা দেয়া হবে না।

মালয়েশিয়ার কুচিং শহরে আগামী ২৫ জুলাই বিশ্ব প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ শুরু হবে এবং তা চলবে ৪ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রচারিত হয়েছে যে, প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে যাতে ইসরাইলি ক্রীড়াবিদরা অংশ নিতে পারে সেজন্য তাদেরকে ভিসা দিতে মালয়েশিয়া সরকারকে রাজি করানোর চেষ্টা করছে তেল আবিব। 

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটির জনগণ ও সরকার সব সময় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানিয়ে এসেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬