নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে ৬৬ জনের মৃত্যু; পিছিয়ে গেল নির্বাচন
(last modified Sat, 16 Feb 2019 08:52:58 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৪:৫২ Asia/Dhaka
  • নির্বাচন উপলক্ষে নাইজেরিয়ার জনগণের উৎসাহ
    নির্বাচন উপলক্ষে নাইজেরিয়ার জনগণের উৎসাহ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। কাদুনা গভর্নরের মুখপাত্র স্যামুয়েল আরুয়ান জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিহতদের মধ্যে ২২টি শিশু ও ১২ জন নারী রয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার চারজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সরকারি এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে বলা হয়, ঘটনার পর ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এ থেকে পরিত্রাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ঘটে হামলার ঘটনা

এদিকে, আজ (শনিবার) নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিলো। কিন্তু ভোহগ্রহণের ৫ ঘণ্টা আগে কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইয়াকুব বলেন, ‘স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন পরিচালনা, নির্বাচনের ‘কার্যকর পরিকল্পনা’ এবং ‘সতর্কতামূলক পর্যালোচনা’র লক্ষ্যে নির্বাচন এক সপ্তাহ পেছানো হলো। আগামী ২৩ ফেব্রুয়ারি এ ভোট অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ