ইউরোপীয় সংসদ সদস্যদের প্রবেশ করতে দিল না ভেনিজুয়েলা
https://parstoday.ir/bn/news/world-i68203-ইউরোপীয়_সংসদ_সদস্যদের_প্রবেশ_করতে_দিল_না_ভেনিজুয়েলা
ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যকে ভেনিজুয়েলায় প্রবেশ করতে দেয় নি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার। এসব পার্লামেন্ট সদস্য ভেনিুজয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে সাক্ষাতের জন্য ভেনিজুয়েলা যেতে চেয়েছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৫:০০ Asia/Dhaka
  • ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এসতেবান গঞ্জালেস পন্স
    ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এসতেবান গঞ্জালেস পন্স

ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্যকে ভেনিজুয়েলায় প্রবেশ করতে দেয় নি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার। এসব পার্লামেন্ট সদস্য ভেনিুজয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে সাক্ষাতের জন্য ভেনিজুয়েলা যেতে চেয়েছিলেন।

মাদুরোর সরকার বলেছে, গুয়াইদোর সঙ্গে সাক্ষাৎ করার মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের ষড়যন্ত্রমূলক তৎপরতা ছিল। ভেনিজুয়েলায় যখন চরম রাজনৈতিক সংকট চলছে তখন এ ঘটনা ঘটলো। আমেরিকাসহ ইউরোপের দেশগুলো গুয়াইদোকে সমর্থন করছে।

ভেনিুজয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদো

গুয়াইদোর আমন্ত্রণে মধ্য-পন্থী ইউরোপিয়ান পিপলস পার্টির পাঁচ সদস্য ভেনিজুয়েলা সফরে গিয়েছিলেন কিন্তু তাদেরকে দেশের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নি। এ বিষয়ে স্পেন থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এসতেবান গঞ্জালেস পন্স বলেন, “মাদুরো সরকার আমাদের পাসপোর্ট রেখে দিয়েছে এবং তারা কী কারণে আমাদের বহিষ্কার করল সে সম্পর্কে কোনো কিছু জানায় নি।”  তবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা বলেছেন, এসব সদস্যকে বেশ কয়েকদিন আগেই জানানো হয়েছিল যে, তাদরেকে ভেনিজুয়েলায় ঢুকতে দেয়া হবে না।#   

পার্সটুডে/এসআইবি/১৮