আর্জেন্টিনার সঙ্গে পরমাণু চুক্তি হচ্ছে চীনের: হুমকি হিসেবে দেখছে আমেরিকা
(last modified Sat, 16 Mar 2019 12:33:21 GMT )
মার্চ ১৬, ২০১৯ ১৮:৩৩ Asia/Dhaka
  • চীনের একটি পরমাণু স্থাপনা
    চীনের একটি পরমাণু স্থাপনা

পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চীনের একটি প্রতিনিধিদল চলতি মাসে আর্জেন্টিনা সফর করবে বলে কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আর্জেন্টিনা সরকারের একটি সূত্র গতকাল (শুক্রবার) বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় পড়ে থাকা পরমাণু বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর জন্য চীন থেকে একটি টেকনিক্যাল টিম আসবে এবং স্থানীয় সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করবে। বলা হচ্ছে- ৮০০ কোটি ডলার ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হবে। আগামী নভেম্বর মাসে জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুয়েন্সআয়ার্স সফরে যাবেন এবং সে সময় এ  নিয়ে চুক্তি হতে পারে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আর্জেন্টিনার সরকারি সূত্র বলছে, দেশটির পরমাণু বিদ্যুৎ জ্বালানি বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান গাদানো এবং চীনে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত দিয়াগো গুয়েলার পরমাণু প্রকল্প নিয়ে গত জানুয়ারি মাসে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য একটি সূত্র জানিয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে তবে এ ইস্যুতে চুক্তি হওয়ার মতো কিছু হয় নি। আমেরিকা চীনের সঙ্গে এ মুহূর্তে বড় রকমের বাণিজ্যযুদ্ধে লিপ্ত এবং আর্জেন্টিনার সঙ্গে বেইজিংয়ের সম্ভাব্য পরমাণু চুক্তির বিষয়টিকে নিজের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে।#

পার্সটুডে/এসআইবি/১৬