ভারতে নির্বাচন পর্যন্ত সতর্কাব্স্থা রাখা জরুরি: পাক পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i68903-ভারতে_নির্বাচন_পর্যন্ত_সতর্কাব্স্থা_রাখা_জরুরি_পাক_পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাক-ভারত উত্তেজনা কমে যাওয়া সত্ত্বেও ভারতে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সীমান্তে পাকিস্তানি সেনাদেরকে সতর্কাবস্থায় রাখা জরুরি। আগামী ১৯ মে ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ২২:০৪ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, পাক-ভারত উত্তেজনা কমে যাওয়া সত্ত্বেও ভারতে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত সীমান্তে পাকিস্তানি সেনাদেরকে সতর্কাবস্থায় রাখা জরুরি। আগামী ১৯ মে ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে।

মুলতানে আজ (শনিবার) কোরেশি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে বলেন, বন্ধু দেশগুলো যে ভূমিকা রেখেছে তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারপরও নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং পাকিস্তানের আকাশসীমায় আমাদের এখনো সতর্ক থাকতে হবে।

সীমান্তে পাক সেনাদের সতর্ক অবস্থান

তিনি আরো বলেন, “পাক-ভারত উত্তেজনা কমে গেছে। আমরা যুদ্ধকে সামনে রেখে এগুতে চায় না বরং শান্তি চাই। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘটনা ছিল ইতিবাচক পদক্ষেপ এবং দিল্লির কাছে ইতিবাচক বার্তাই গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৬