ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবেন না: উ. কোরিয়াকে বোল্টনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i68942-ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করবেন_না_উ._কোরিয়াকে_বোল্টনের_হুঁশিয়ারি
উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। যখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০১৯ ১৬:০৭ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। যখন আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

এর আগে গত শুক্রবার উত্তর কেরিয়ার একজন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা স্থগিত রাখা এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শুরুর বিষয়টি বিবেচনা করছে পিয়ংইয়ং।  

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ফাইল ফটো)

বোল্টন গতকাল (রোববার) সকালে এক রেডিও সাক্ষাৎকারে পিয়ংইয়ংয়ের এ ধারণাকে ভালো কিছু নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, সত্যিই উত্তর কোরিয়ার যা করা উচিত দুঃখজনকভাবে তারা তা করছে না।  

রেডিও সাক্ষাৎকারে বোল্টন আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো দু দেশের মধ্যকার আলোচনায় যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাংতে আগ্রহী। তিনি বলেন,  প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্ত হুমকি দূর করতে চান।#

পার্সটুডে/এসআইবি/১৮