পাকিস্তানে কেউ হামলা করতে গেলে দ্বিতীয়বার চিন্তা করবে: মাহাথির
-
মাহাথির মুহাম্মাদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, পাকিস্তানের যে সামরিক শক্তি আছে তাতে দেশটির ওপর কেউ হামলার পরিকল্পনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বর্নমা’ একথা জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর প্রশংসা করে মাহাথির মুহাম্মাদ বলেন, গত ২৩ মার্চ ‘পাকিস্তান ডে’ উপলক্ষে আয়োজিত সামরিক কূচকাওয়াজে পাকিস্তানের বিমান বাহিনী যে তৎপরতা দেখিয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে যে, দেশটির সশস্ত্র বাহিনী নিজেদের সীমান্ত রক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “তারা যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে। সেই বিমানের পারফরমেন্সও খুবই চমৎকার। পাক সামরিক বাহিনী কতটা শক্তিশালী আমি পুরোপুরি জানি না তবে দেশটির ক্ষেপণাস্ত্র যদি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে তাহলে পাকিস্তানের ওপর হামলার আগে লোকজন দ্বিতীয়বার ভাববে।” দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে মাহাথির মুহাম্মাদ বলেন, তিনি ও ইমরান খান একই ধরনের সমস্যার মুখোমুখি। দুই দেশেরই আগের শাসকদেরকে দুর্নীতির জন্য আদালতে আনতে হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৮