বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির
https://parstoday.ir/bn/news/world-i69489-বিক্ষোভের_মুখে_পদত্যাগে_বাধ্য_হয়েছেন_সুদানের_প্রেসিডেন্ট_ওমর_আল_বাশির
সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির পদত্যাগ করেছেন। সুদানের একটি সরকারি সূত্র এ খবর দিয়েছেন। সূত্র জানিয়েছেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির পদত্যাগ করেছেন। সুদানের একটি সরকারি সূত্র এ খবর দিয়েছেন। সূত্র জানিয়েছেন, এরইমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সুদান সরকারের উৎপাদন ও অর্থনৈতিক সম্পদ বিষয়ক মন্ত্রী আদেল মাহজুব হোসেইন উত্তর দারফুর থেকে আজ (বৃহস্পতিবার) দুবাইয়ের আল-হাদাথ টেলিভিশন চ্যানেলকে বলেন, প্রেসিডেন্ট ওমর আল-বাশির পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা ও পরামর্শ চলছে। সুদানের সরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেল থেকে জাতীয় সঙ্গীত সম্প্রচার করা হচ্ছে।

ওমর আল-বাশির সরকারের বিরুদ্ধে সুদানে বিক্ষোভ

কয়েক মাস ধরে প্রচণ্ড বিক্ষোভ চলার পর ওমর আল-বাশির পদত্যাগ করলেন। কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে- ওমর আল-বাশিরের জায়গায় দেশটির সামরিক পরিষদ ক্ষমতা গ্রহণ করতে পারে। তবে বিক্ষোভকারীরা সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন। সেখানেই বাশিরের বাসভবন অবস্থিত।

এর আগে, আজই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে সামরিক বাহিনী ঘোষণা করেছিল যে, “শিগগিরি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে, সবাই প্রস্তুত হোন।”

গত ডিসেম্বর মাস থেকে সুদানে রাজনৈতিক সংকট শুরু হয়। সে সময় রুটির দাম বাড়ানোর পদক্ষেপ নেয় সরকার। এছাড়া, অর্থনৈতিক সংকটের কারণে তেলের দাম বেড়ে যায় এবং নগদ অর্থের স্বল্পতা দেখা দেয়। এতে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ১৯৮৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওমর আল-বাশির ক্ষমতা দখল করেন।#

পার্সটুডে/এসআইবি/১১