পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় নিহত ১৬, আহত ৩০
(last modified Fri, 12 Apr 2019 09:15:29 GMT )
এপ্রিল ১২, ২০১৯ ১৫:১৫ Asia/Dhaka
  • পাকিস্তানের কোয়েটায় বোমা হামলায় নিহত ১৬, আহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

নিহতদের অর্ধেকই ‘হাজারা’ নৃগোষ্ঠীর সদস্য। ‘হাজারা’ নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ শিয়া মাজহাবের অনুসারী।

আজ (শুক্রবার) শহরের হাজারগাঞ্জী বাজারে এ বোমা হামলা চালানো হয়েছে। বোমাটি আলুর বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল।

কোয়েটা পুলিশের ডিআইজি আবদুর রাজ্জাক জানান, স্থানীয় একটি আবাসিক এলাকার কাছেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বোমা বিস্ফোরণে খোলা বাজারটির বেশ কয়েকটি দোকান এবং আধাসামরিক বাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এ ঘটনায় শোক প্রকাশ করে বালুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বলেছেন, মানবতার শত্রুরাই কেবল এ ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

 

ট্যাগ