ইরান-ইরাক-সিরিয়া রেল যোগাযোগের খবরে আতঙ্কে ইসরাইল
ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যে রেল সংযোগ স্থাপনের সিদ্ধান্তের খবরে আতঙ্কে ভুগছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি দৈনিক ‘মায়ারিভ’ এ তথ্য জানিয়েছে।
দৈনিকটি লিখেছে, ইরান ও সিরিয়ার মধ্যে সরাসরি স্থল যোগাযোগ স্থাপনের খবরে ইসরাইলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।কারণ ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যে সরাসরি রেললাইন স্থাপিত হলে ইরান সহজেই সিরিয়া ও লেবাননে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে পারবে। এছাড়া এই রেল সংযোগ তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা চীন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এমনটি হলে ইরানের গুরুত্ব আরও বেড়ে যাবে।
সম্প্রতি ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি ঘোষণা করেছেন, তারা পারস্য উপসাগরের উপকূল থেকে ইরাক ও সিরিয়া হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত রেল ও সড়কপথে সংযুক্ত হবেন। এ লক্ষ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর থেকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরী পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে।
২২২ কোটি রিয়াল ব্যয়ে শালামচে-বসরা রেললাইন নির্মিত হলে ইরাকের ভেতর দিয়ে ইরান ও সিরিয়ার মধ্যে রেল সংযোগ প্রতিষ্ঠিত হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ইরাক সফরের সময় এ ব্যাপারে তেহরান ও বাগদাদের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। সিরিয়ার সরকারও এরইমধ্যে ইরান-ইরাক-সিরিয়া রেললাইন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮