শ্রীলঙ্কায় ৮ বোমা হামলায় নিহত বেড়ে ২০৭; ইরানের নিন্দা
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশেপাশে আটটি বোমা বিস্ফোরণে অন্তত ২০৭ জন নিহত ও সাড়ে চারশ' ব্যক্তি আহত হয়েছে। তিনটি গির্জা ও চারটি বড় হোটেলে বোমা বিস্ফোরণ ঘটেছে।
এছাড়া পুলিশকে লক্ষ্য করেও একটি বোমা হামলা হয়েছে। পুলিশের ওপর হামলায় অন্তত তিন পুলিশ প্রাণ হারিয়েছেন।
আট বোমা হামলায় নিহতদের ৩৫ জন বিদেশি পর্যটক বলে জানানো হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদযাপনের সময় এসব বিস্ফোরণ ঘটল। এখনও কেউ এ হামলার দায় স্বীকারে করে নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশজুড়ে আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত এ কারফিউ জারি থাকবে। আগামী দুই দিন স্কুল বন্ধ থাকবে। বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শ্রীলঙ্কায় হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের সমস্যা। সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলা করতে হবে। এ সময় তিনি শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১