কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানব জাতির জন্য হুমকি মনে করছে বেশির ভাগ মানুষ: জরিপ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে মানুষের আশংকা এবং ভয় ক্রমেই বাড়ছে এবং একে মানব জাতির জন্য হুমকি মনে করছে বেশির ভাগ মার্কিন নাগরিক।
সম্প্রতি আমেরিকায় চালানো মতামত জরিপে প্রকাশিত হয়েছে এ তথ্য। এ জরিপে অংশ গ্রহণকারীদের ৫৭ শতাংশই এআইকে মানব জাতির জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছেন। অবশ্য গাড়ি থেকে সেলফোন পর্যন্ত নানা যন্ত্রে এরই মধ্যে পথ করে নিয়েছে এবং পাকাপোক্ত আসন গেড়ে বসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এ জরিপ চালিয়েছে রাজনৈতিক বিশ্লেষক এবং মতামত জরিপকারী স্কট রাসমুসেন এবং বাজার গবেষক সংস্থা হ্যারিসএক্স।
জরিপে দেখা গেছে, ৫৭ ভাগই একে হুমকি মনে করছে। এর মধ্যে ১৬ ভাগ একে মারাত্মক হুমকি হিসেবে গণ্য করেছেন। নভেম্বরে একই জরিপে একে হুমকি হিসেবে গণ্য করা হয়েছিল। কিন্তু এবারের জরিপে সে সংখ্যা বেড়েছে আরও তিন শতাংশ ।
জরিপে আরও দেখা গেছে, পঞ্চাশোর্ধ্বদের তুলনায় তরুণরা বরং একে বেশি হুমকি হিসেবে দেখছেন। এ ছাড়া, অর্থনীতির ওপর এর প্রভাব কি পড়তে পারে সে বিষয়েও নিশ্চিত নন কেউ। ৪৭ শতাংশই বলেছেন, এর প্রভাব ভালো কি খারাপ হবে সে বিষয়ে তাদের কোনও ধারণাই নেই।#
পার্সটুডে/মূসা রেজা/২৬