জো বাইডেনের নির্বাচনী প্রচারণা: ২৪ ঘণ্টায় ৬৩ লাখ ডলার তহবিল সংগ্রহ
(last modified Sat, 27 Apr 2019 08:20:55 GMT )
এপ্রিল ২৭, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশি জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার প্রথম ২৪ ঘণ্টায় ৬৩ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন। এর মাধ্যমে পরিষ্কার হচ্ছে যে, আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে এখন পর্যন্ত তিনিই সবচেয়ে শক্তিশালী প্রার্থী। 

৭৬ বছর বয়সী বাইডেনের মুখপাত্র টি জে ডাকলো টুইটার বার্তায় জানিয়েছেন, এই অনুদানের বেশিরভাগই ক্ষুদ্র এবং ২০০ ডলারের নিচের অনুদান।

ডেমোক্র্যাট দল থেকে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তাদের মধ্যে বার্নি স্যান্ডার্স প্রথম দিনে ৫৯ লাখ এবং বেটো ও’রুর্ক ৬১ লাখ ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

বার্নি স্যান্ডার্স

গত বৃহস্পতিবার জো বাইডেন নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। এর আগে ধারণা করা হচ্ছিল- তিনি ইন্টারনেটের মাধ্যমে ক্ষুদ্র অনুদান সংগ্রহে খুব বেশি সক্ষম হবেন না। বিষয়টি তার জন্য দলের ভেতরে একরকমের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

আগামী জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক শুরু হবে। তার আগে মনোনয়ন প্রত্যাশীদেরকে ৬৫ হাজার ডলার অনুদান সংগ্রহ করতে হবে। বাইডেন ১২ ঘণ্টায় সেই সীমা পার হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৭

ট্যাগ