সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা ব্যর্থ: সুদানে বিক্ষোভ অব্যাহত
(last modified Tue, 30 Apr 2019 10:58:24 GMT )
এপ্রিল ৩০, ২০১৯ ১৬:৫৮ Asia/Dhaka
  • সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভ পর্যবেক্ষণ করছে সুদিানি সেনারা
    সেনা সদরদপ্তরের বাইরে বিক্ষোভ পর্যবেক্ষণ করছে সুদিানি সেনারা

সুদানের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভের নেতাদের আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে যৌথভাবে বেসামরিক-সামরিক পরিষদ গঠনের বিষয়ে দুপক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারে নি।  

আলাচনা ব্যর্থ হওয়ার পর বিক্ষোভের নেতারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর আওতায় বেসামরিক লোকজন আইন অমান্য করবে এবং সাধারণ ধর্মঘট চলবে। গতকাল (সোমবার) এ ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে, সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র শামসুদ্দিন কাব্বাশি গতকালের আলোচনাকে ইতিবাচক দাবি করে বলেছেন, দু পক্ষ কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন একথা অস্বীকার করেছে। আন্দোলন অবসানের কথাও নাকচ করেছে সংগঠনটি।

সুদানের চলমান বিক্ষোভ

কাব্বাশি দাবি করেন, গতকালের আলোচনার সময় সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন  কয়েকটি রাস্তা, একটি রেল লাইন ও দুটি ব্রিজ থেকে ব্যারিকেড তুলে নিতে রাজি হয়েছে। কিন্তু সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন বলছে, এখন পর্যন্ত এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা হয় নি।#

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ