বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন নেতৃত্বে মহড়া: অংশ নিল ভারত
https://parstoday.ir/bn/news/world-i70265-বিতর্কিত_দক্ষিণ_চীন_সাগরে_মার্কিন_নেতৃত্বে_মহড়া_অংশ_নিল_ভারত
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন নেতৃত্বাধীন মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ। এ মহড়ায় মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারের সঙ্গে অংশ গ্রহণ করেছে জাপান এবং ফিলিপাইনের যুদ্ধজাহাজ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০১৯ ১৮:২৩ Asia/Dhaka
  • মহড়ায় মার্কিন, ভারত, জাপান এবং ফিলিপাইনের জাহাজ(ফাইল ছবি)
    মহড়ায় মার্কিন, ভারত, জাপান এবং ফিলিপাইনের জাহাজ(ফাইল ছবি)

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন নেতৃত্বাধীন মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ। এ মহড়ায় মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারের সঙ্গে অংশ গ্রহণ করেছে জাপান এবং ফিলিপাইনের যুদ্ধজাহাজ।

চীনের দাবীকৃত পানিসীমায় এর আগেও এমন মহড়া চালিয়েছে আমেরিকা। তবে সপ্তাহব্যাপী নৌমহড়াকে চীনের প্রতি মার্কিন নেতৃত্বাধীন চার দেশের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হচ্ছে।

ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রপথে সহযোগিতা এবং তৎপরতা বাড়ানোর লক্ষ্যে যৌথ মহড়া চালানো হয়েছে।  মহড়ায় ভারতের ডেস্ট্রয়ার আইএনএস কোলকাতা, ট্যাংকার আইএনএস শক্তি, ফিলিপাইনের টহল জাহাজ বিআরপি আন্ড্রেস বোনিফ্যাসিও অংশ নিয়েছে। এ ছাড়া, চার দেশের আরও ছয়টি জাহাজ এতে অংশ নিয়েছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এবারই প্রথম চার দেশ একযোগে যৌথ মহড়া সম্পন্ন করল। বিতর্কিত সাগর নিয়ে যখন ক্রমেই উত্তেজনা বাড়ছে তখন এ মহড়া করা হলো।

পার্সটুডে/মূসা রেজা/১০