ইনসটেক্স চালু করতে আন্তরিকভাবে কাজ করছে ই-৩
https://parstoday.ir/bn/news/world-i70284-ইনসটেক্স_চালু_করতে_আন্তরিকভাবে_কাজ_করছে_ই_৩
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বৈধপথে বাণিজ্য অব্যাহত রাখার জন্য ইনসটেক্স ব্যবস্থা চালু করতে আন্তরিকভাবে কাজ করছে ইউরোপের তিন দেশ। দেশ তিনটি হচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
মে ১১, ২০১৯ ১৬:৫৪ Asia/Dhaka
  • ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতা
    ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বৈধপথে বাণিজ্য অব্যাহত রাখার জন্য ইনসটেক্স ব্যবস্থা চালু করতে আন্তরিকভাবে কাজ করছে ইউরোপের তিন দেশ। দেশ তিনটি হচ্ছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

ইনসটেক্স ব্যবস্থার মাধ্যমে এসব ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইরানের সঙ্গে লেনদেন করতে সক্ষম হবে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বের করে নেয়ার পর তেহরানের ওপর নিষেধেজ্ঞা আরোপ করেন। এ নিষেধাজ্ঞা এড়িয়ে ইউরোপের দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ইনসটেক্স চালুর প্রচেষ্টা চালাচ্ছে।  

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিভাগের মহাপরিচালক রিচার্ড মুর বলেন, “ব্রিটেন পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং বাণিজ্যের প্রতি সমর্থন দিতে ইনসটেক্স ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করবে। তিনি বলেন, ইরানের দাবি পূরণের জন্য তার দেশ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বৈঠকে আরাকচি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমরিকা বেরিয়ে যাওয়ার পর যৌথ কমিশনের সভায় এ পর্যন্ত চার দফা বিবৃতির মাধ্যমে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার পূরণ করতে হবে। তেল ও ব্যাংকিং খাতে ইরানের স্বার্থ রক্ষার জন্য তিনি বাস্তব পদক্ষেপ নিতে ইউরোপের প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এসআইবি/১১