শ্রীলঙ্কা ট্রাজেডি: সৌদি আরবে শিক্ষিত এক স্কলার আটক
(last modified Sun, 12 May 2019 11:53:15 GMT )
মে ১২, ২০১৯ ১৭:৫৩ Asia/Dhaka
  • শ্রীলংকার কাট্টানকুডি শহরে সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের একটি মসজিদ
    শ্রীলংকার কাট্টানকুডি শহরে সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের একটি মসজিদ

শ্রীলংকার পুলিশ সৌদি আরবে লেখাপড়া করা এক স্কলারকে আটক করেছে এবং বলা হচ্ছে আটক ব্যক্তির সঙ্গে সাম্প্রতিক গির্জায় হামলার মূল পরিকল্পনাকারী জাহরান হাশিমের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। মুহাম্মাদ অলিয়ার নামে ৬০ বছর বয়সী এ ব্যক্তির আটকের মধ্যদিয়ে শ্রীলংকার মুসলমানদের মধ্যে ওয়াহাবি ও সালাফি মতবাদের মারাত্মক প্রসারের বিষয়টি সামনে চলে এসেছে।

অলিয়ার হলেন সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের প্রতিষ্ঠাতা। এ কেন্দ্রের আওতায় শ্রীলংকার কাট্টানকুডি শহরে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি লাইব্রেরি গড়ে তোলেন। কাট্টানকুডি হচ্ছে জাহরানের জন্মশহর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

গত শুক্রবার শ্রীলংকার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “সন্দেহভাজন অলিয়ারের সঙ্গে জাহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধে আর্থিক লেনদেনের তথ্যও মিলেছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইস্টার সানডেতে যেসব ব্যক্তি আত্মঘাতী হামলায় অংশ নিয়েছে তাদেরকে দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে প্রশিক্ষণ দেয়ার কাজে অলিয়ার জড়িত ছিলেন। ইস্টার সানডের হামলায় অন্তত ২৫০ ব্যক্তি নিহত হয়।#

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ