এবার বোল্টনকেও বিদায় করবেন ট্রাম্প!
(last modified Wed, 15 May 2019 10:43:49 GMT )
মে ১৫, ২০১৯ ১৬:৪৩ Asia/Dhaka
  • এবার বোল্টনকেও বিদায় করবেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বিদায় করে দিতে চাইছেন বলে আমেরিকার সংবাদ মাধ্যম খবর দিয়েছে।

ইরান, ভেনিজুয়েলা এবং উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাতে লিপ্ত হওয়ার তার পরিকল্পনা জবরদস্তিমূলক ভাবে বাস্তবায়নের চেষ্টা করাকে কেন্দ্র করে বোল্টনকে পরিবর্তন করতে চাইছেন ট্রাম্প। ওয়াকিবহাল মহলের বরাত দিয়ে ন্যাশনাল ইন্টারেস্ট সাময়িকী এ খবর দিয়েছে।

খবরে আরও বলা হয়েছে, বহিষ্কৃত হতে চলেছেন বোল্টন। ইরান, ভেনিজুয়েলা এবং উত্তর কোরিয়ার সরকার পরিবর্তনের প্রচেষ্টা চালাতে যেয়ে তিনি সূর্যের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন।

ট্রাম্প সরকারের সাবেক এক কর্মকর্তা  এ সাময়িকীকে বলেন, এখন বোল্টনকে বের করে দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

মাইক পম্পেও

এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গেও বোল্টনের মাত্রাহীন টানাপড়েনের খবর দেয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এবং হোয়াইট হাউজের সাবেক কর্মকর্তা উভয়ই বলেছেন যে পম্পেও এবং বোল্টন সব সময়ই ঝগড়া-বিবাদ করেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ