ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন থেরেসা মে
https://parstoday.ir/bn/news/world-i70657-ব্রেক্সিট_ইস্যুতে_ব্যর্থতার_দায়_নিয়ে_পদত্যাগের_ঘোষণা_দিলেন_থেরেসা_মে
ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আজ (শুক্রবার) লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০১৯ ১৭:৫০ Asia/Dhaka
  • পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন থেরেসা মে
    পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন থেরেসা মে

ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী ৭ জুন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আজ (শুক্রবার) লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা জানান।

পদত্যাগ করলেও কনজারভেটিভ পার্টির একজন নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেক্সিট ইস্যুতে তার নতুন পরিকল্পনা মন্ত্রিসভা ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে ব্রেক্সিট পরিকল্পনা তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন থেরেসা মে

মে জানান, তার উত্তরসূরি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন বলে তিনি আশা করছেন।  ব্রেক্সিট কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনুমোদন পেলেও ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি তিন বার তুলেও তা পাস করাতে ব্যর্থ হন থেরেসা মে। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৪