ইরাকি প্রধানমন্ত্রী পদে নুরি আল-মালিকির মনোনয়নে ট্রাম্পের ক্ষোভ: মালিকির জবাব
https://parstoday.ir/bn/news/event-i156534-ইরাকি_প্রধানমন্ত্রী_পদে_নুরি_আল_মালিকির_মনোনয়নে_ট্রাম্পের_ক্ষোভ_মালিকির_জবাব
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন:
(last modified 2026-01-28T14:56:59+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৬ ২০:৫২ Asia/Dhaka
  • ট্রাম্পের টুইট, মালেকির জবাব
    ট্রাম্পের টুইট, মালেকির জবাব

ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন:

আমি শুনেছি যে বৃহৎ দেশ ইরাক খুব খারাপ সিদ্ধান্ত নিতে পারে এবং নুরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে আনতে পারে। শেষবার মালিকি যখন ক্ষমতায় ছিলেন, দেশটি তখন চূড়ান্তভাবে দারিদ্র্য এবং বিশৃঙ্খলার বেড়াজালে আটকে পড়েছিল। ওই পরিস্থিতি আবারও ঘটতে দেওয়া উচিত নয়।

যদি তিনি নির্বাচিত হন  তাহলে তার পাগলাটে নীতি এবং মতাদর্শের কারণে, আমেরিকা আর ইরাককে সাহায্য করবে না। আর যদি আমরা সাহায্য করার জন্য সেখানে না থাকি, তাহলে ইরাকের সাফল্য, সমৃদ্ধি কিংবা স্বাধীনতার কোনও সম্ভাবনা অবশিষ্ট থাকবে না। আসুন আমরা আবার ইরাককে মহান করে তুলি!

এদিকে, ট্রাম্পের ওই বক্তব্যের জবাবে নুরি আল-মালিকি পবিত্র কুরআন থেকে অর্থবহ একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন: আর ইয়াহুদী ও নাসারারা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অনুসরণ করেন। বলুন নিশ্চয় আল্লাহর হেদায়াতই প্রকৃত হেদায়াত। আর যদি আপনি তাদের খেয়াল-খুশীর অনুসরণ করেন আপনার কাছে জ্ঞান আসার পরও, তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কোন অভিভাবক থাকবে না এবং থাকবে না কোন সাহায্যকারীও।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন