সুদান সংকট: সাধারণ ধর্মঘট শুরু
(last modified Tue, 28 May 2019 11:32:36 GMT )
মে ২৮, ২০১৯ ১৭:৩২ Asia/Dhaka
  • সুদানে বিক্ষোভ, ধর্মঘট চলছে
    সুদানে বিক্ষোভ, ধর্মঘট চলছে

সুদানে সামরিক বাহিনীর হাত থেকে রাজনৈতিক ক্ষমতা বেসামরিক নেতৃত্বের কাছে হস্তান্তরের দাবিতে দেশব্যাপী দুদিনের সাধারণ ধর্মঘট শুরু হয়েছে।

অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেইঞ্জ নামের বৃহত্তর সংগঠন এ সাধারণ ধর্মঘটের ডাক দেয়। আজ (,ঙ্গলবার) থেকে ধর্মঘট শুরু হয়েছে। এর আগে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সামরিক পরিষদের সঙ্গে অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেইঞ্জের সংলাপ হলেও তা সফল হয় নি।

গত মাসে দীর্ঘদিনের সামরিক শাসক ওমর আল-বাশির ক্ষমতাচ্যুত হওয়ার পর দ্রুতই সামরিক বাহিনী এ পরিষদ গঠন করে ক্ষমতা কুক্ষিগত করে। কিন্তু বেসামরিক নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পনের জন্য দেশটির জনগণ আন্দালন চালিয়ে আসছে।

আজ থেকে শুরু হওয়া সাধারণ ধর্মঘটে যোগ দিয়েছেন খার্তুম বিমানবন্দরের কয়েক ডজন কর্মকর্তা-কর্মচারি। ফলে বিমানবন্দরে বহু যাত্রী আটকা পড়েছে। ধর্মঘটে যোগ দেয়া লোকজন ব্যানার বহন অথবা ব্যাজ ধারণ করেছেন যাতে লেখা রয়েছে- ‘আমরা ধর্মঘটে আছি’।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ