ভেনিজুয়েলা সংকট সমাধানে নরওয়ে আলোচনা ব্যর্থ হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i70814-ভেনিজুয়েলা_সংকট_সমাধানে_নরওয়ে_আলোচনা_ব্যর্থ_হয়েছে
ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দেশটির সরকার এবং বিরোধীদলের প্রতিনিধিদের আলোচনা ব্যর্থ হয়েছে। নরওয়ের রাজধানী অসলোতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০১৯ ১৭:৫৭ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো (বামে) ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
    ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো (বামে) ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দেশটির সরকার এবং বিরোধীদলের প্রতিনিধিদের আলোচনা ব্যর্থ হয়েছে। নরওয়ের রাজধানী অসলোতে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

গতকাল (বুধবার) নরওয়ে সরকার ঘোষণা করেছে, কোনো রকমের সমঝোতা বা চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়েছে। জানা গেছে, বিরোধী পক্ষ থেকে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে পদত্যাগের ব্যাপারে পীড়াপিড়ি করারর কারণে আলোচনা ব্যর্থ হয়। বিরোধীরা আরো দাবি করেছে, মাদুরোর পদত্যাগের পর নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে।

ভেনিুয়েলার রাজপথে বিক্ষোভ

এদিকে, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এখনো ভেনিজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ আলোচনা এগিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে। দুপক্ষই সাংবিধানিক সমাধান চায়।”

নরওয়ে সরকার ভেনিজুয়েলার দু পক্ষের প্রতি আহ্বান জানিয়ে আলোচনা সম্পর্কে প্রকাশ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যাতে সংলাপ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত না হয়। অন্যদিকে, আলোচনা ব্যর্থ হওয়ার পর ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো রাজপথে বিক্ষোভ-প্রতিবাদের হুমকি দিয়েছেন।#

পাসটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।