ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করতে চাচ্ছে: ইন্দ্রজিত পারমার
(last modified Tue, 04 Jun 2019 10:03:49 GMT )
জুন ০৪, ২০১৯ ১৬:০৩ Asia/Dhaka
  • ইন্দ্রজিত পারমার
    ইন্দ্রজিত পারমার

বৃটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা করে ফেলে ট্রাম্প আসলে ইইউ'কে দুর্বল করতে চাচ্ছে। লন্ডনের সিটি ইউনিভার্সিটির আন্তর্জাতিক রাজনীতি বিভাগের প্রধান প্রফেসর ইন্দ্রজিত পারমার এই মন্তব্য করেন।

তিনি বলেন, বৃটেন আলাদা হলে ইউরোপীয় ইউনিয়নই দুর্বল হবে না বরং বৃটেনও দুর্বল হয়ে যাবে। পক্ষান্তরে আমেরিকার অবস্থানই শক্তিশালী হবে বলে এই শিক্ষাবিদ মন্তব্য করেন।

ইন্দ্রজিত পারমার কারণ হিসেবে বলেন, চীনের সঙ্গে মার্কিন সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটিশ বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে খোলা হবে, বিশেষ করে আর্থিক, চিকিৎসা, এবং খাদ্যপণ্যের খাত।

ট্রাম্পের বৃটেন সফরের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হলেও ওয়াশিংটন-লন্ডনের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ। গতকাল ট্রাম্প বৃটেন সফরে গেলে যুদ্ধ বিরোধী, ইসলামি, বর্ণবাদ বিরোধী, পরমাণু অস্ত্র বিরোধী বিভিন্ন শ্রেণী ও পর্যায়ের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনসহ বহু বুদ্ধিজীবী বিক্ষোভ করে। আজও লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহাম শহরসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

২০১৮ সালেও ট্রাম্প বৃটেন সফরে গেলে দুই লক্ষাধিক বিক্ষোভকারী শহরগুলোকে ট্রাম্প বিরোধী শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেছিল।

পার্সটুডে/নাসির মাহমুদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ