আমেরিকার সঙ্গে বিশেষ সম্পর্ক তবে পরমাণু ইস্যুতে ইরানের পাশে: ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i70965
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য আমেরিকার সঙ্গে ব্রিটেনের বিশেষ সম্পর্ক রয়েছে তবে পরমাণু সমঝোতা ইস্যুতে লন্ডন তেহরানের পাশে থাকবে। ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল (মঙ্গলবার) বৈঠকে থেরেসা মে বলেন, তার দেশ আমেরিকার মতো ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায় না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৫, ২০১৯ ১২:৩৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প (বামে) ও থেরেসা মে
    ডোনাল্ড ট্রাম্প (বামে) ও থেরেসা মে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য আমেরিকার সঙ্গে ব্রিটেনের বিশেষ সম্পর্ক রয়েছে তবে পরমাণু সমঝোতা ইস্যুতে লন্ডন তেহরানের পাশে থাকবে। ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল (মঙ্গলবার) বৈঠকে থেরেসা মে বলেন, তার দেশ আমেরিকার মতো ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায় না।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে কখনো কখনো আমরা ভিন্নমত পোষণ করতে পারি।”

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে সেজন্য তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। তিনি বলেন, “আমেরিকার জনগণ পরমাণু বোমার হুমকির মুখে রয়েছে এবং সম্ভবত এটিই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি।”

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ট্রাম্প তার ভাষায় বলেন, ইরান যাতে পরমাণু বোমা বানাতে না পারে সেজন্য ব্রিটেন ও আমেরিকা একসঙ্গে কাজ করবে।  

প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বললেও ইরান সবসময় বলে আসছে- তেহরান কখনো পরমাণু বোমা বানাতে চায় না, বানাবেও না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু বানানো, সংগ্রহে রাখা ও ব্যবহার করাকে হারাম ফতোয়া দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।