মিশরে সিনাই উপদ্বীপে সংঘর্ষে ৮ পুলিশ ও ৫ সন্ত্রাসী নিহত
(last modified Wed, 05 Jun 2019 13:13:40 GMT )
জুন ০৫, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • মিশরে সিনাই উপদ্বীপে সংঘর্ষে ৮ পুলিশ ও ৫ সন্ত্রাসী নিহত

মিশরের সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় ৮ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় পাঁচ সন্ত্রাসী।

অপর কয়েক জন সন্ত্রাসী ওই হামলার পর পালিয়ে যেতে পেরেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আজ সকালের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। মিশরেও আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

মিশরের উত্তর সিনাইয়ে গত কয়েক বছর ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সেখানে সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত শত শত পুলিশ ও সেনা নিহত হয়েছেন।

২০১৩ সালে দেশটিতে গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকেই সেখানে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ