আমাকে হত্যাচেষ্টায় ব্যয় হয়েছে ২ কোটি ডলার: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i71339-আমাকে_হত্যাচেষ্টায়_ব্যয়_হয়েছে_২_কোটি_ডলার_ভেনিজুয়েলার_প্রেসিডেন্ট
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে এর পরিকল্পনাকারীরা দুই কোটি ডলার খরচ করেছে। রাজধানী কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৯, ২০১৯ ২০:০৮ Asia/Dhaka
  • নিকোলাস মাদুরো
    নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে এর পরিকল্পনাকারীরা দুই কোটি ডলার খরচ করেছে। রাজধানী কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাদুরো বলেন, আমি জানি কলম্বিয়ায় বসে কারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং কারা এই হত্যাকাণ্ডের জন্য অর্থের যোগান দিয়েছে। তিনি বলেন, আমাকে হত্যার পেছনে তারা লাখ লাখো-কোটি ডলার খরচ করেছে। জানা গেছে তাদের দুই কোটি ডলার খরচ হয়েছে। সরকারবিরোধী নেতা জুলিও বুর্জেস এই অর্থ হাতিয়ে নিয়েছেন বলে তিনি জানান।

২০১৮ সালের আগস্টে বিস্ফোরকভর্তি ড্রোনের সাহায্যে মাদুরোকে হত্যার চেষ্টা চালানো হয়। আঘাত হানার আগেই ড্রোনটিকে শনাক্ত করে তা লক্ষ্য করে গুলি চালায় মাদুরোর এক দেহরক্ষী এবং এতে ড্রোনটি একটি ভবনে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়।

মাদুরো যখন সেনাবাহিনীর সদস্যদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তখন এ হামলা হয় এবং তার ভাষণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ওই ঘটনার পর মাদুরো বক্তৃতা বন্ধ করে সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য হন। ওই হামলায় মাদুরো অক্ষত থাকলেও তার সাত দেহরক্ষী আহত হন। এর আগে মাদুরো অভিযোগ করেছিলেন, আমেরিকা তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।