প্রেসিডেন্ট মুরসিকে হত্যা করা হয়েছে: এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে হত্যা করা হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। হত্যাকাণ্ডের জন্য এরদোগান মিশরের বর্তমান সরকারকে দায়ী করেন।
গতকাল (বুধবার) এক নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, মুরসি মারা যান নি, তাকে হত্যা করা হয়েছে।
এরদোগান বলেন, আন্তর্জাতিক আদালতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসির সরকারকে হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করতে প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি। একইসঙ্গে মিশর সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইিস’র প্রতি আহ্বান জানান। এছাড়া, জাপানের ওসাকা শহরে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনেও এরদোগান বিষয়টি উপস্থাপন করবেন বলে জানান।
গত সোমবার মিশরের একটি আদালতে হার্ট অ্যাটাকে মারা যান মুরসি। মৃত্যুর পর দ্রুত তার পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয়। সম্ভাব্য বিক্ষোভের আশংকায় সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে।#
পার্সটুডে/এসআইবি/২০