মুরসি'র হত্যাকারীদের নাম জানালেন তার ছেলে আব্দুল্লাহ
মিশরের ইতিহাসের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলে আব্দুল্লাহ বলেছেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস সিসি জড়িত রয়েছেন।
তিনি এক টুইটার পোস্টে লিখেছেন, তার বাবাকে হত্যার সঙ্গে প্রেসিডেন্ট সিসি ও তার সহযোগীরা জড়িত। বিশেষকরে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তওফিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আব্দেল গাফফার জড়িত রয়েছেন।
আব্দুল্লাহর মতে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত তারা হচ্ছেন বিচারপতি শিরিন ফাহমি, বিচারপতি শাবান আশ-শামি, বিচারপতি আহমেদ সাবরি, অ্যাটর্নি জেনারেল নাবিল সাদেক ও গোয়েন্দা বাহিনীর প্রধান আব্বাস কামাল। তবে এখন পর্যন্ত মুরসির ছেলের এই অভিযোগের বিষয়ে মিশরের সরকার কোনো মন্তব্য করে নি।
এর আগে তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানও অভিযোগ করেছেন, মুরসির মৃত্যু স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে।
গত ১৭ জুন মিশরের একটি আদালতের এজলাসে আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মোহাম্মাদ মুরসি। এর আগে তিনি আদালতে বলেছিলেন, তার জীবন হুমকির মুখে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।