এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক নারী সাংবাদিক
https://parstoday.ir/bn/news/world-i71402-এবার_ট্রাম্পের_বিরুদ্ধে_ধর্ষণের_অভিযোগ_করলেন_এক_নারী_সাংবাদিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার এ অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারোল। তিনি গতকাল (শুক্রবার) নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন,  ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে তিনি ধর্ষণের শিকার হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০১৯ ১৪:৩৫ Asia/Dhaka
  • নির্যাতনের শিকার নারী (বামে)
    নির্যাতনের শিকার নারী (বামে)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার এ অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারোল। তিনি গতকাল (শুক্রবার) নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন,  ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে তিনি ধর্ষণের শিকার হন।

তিনি বলেন,১৯৯৫ সালের শেষদিকে কিংবা ৯৬-এর শুরুর দিকে ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কের ‘বার্গডর্ফ গুডম্যান’ নামে একটি দোকানে যান ক্যারল। সে সময় তিনি ট্রাম্পকে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবেই চিনতেন। ট্রাম্প তাকে কোনো একটি মেয়ের জন্য উপহার কেনার কথা বলেছিলেন। ক্যারল জানান,তারা দুজন সেই সময় বেশ খোশ মেজাজেই ছিলেন, ঠাট্টা-তামাশা করছিলেন। এক পর্যায়ে দুজন দোকানের ড্রেসিং রুমে যান। সেখানেই ট্রাম্প তাকে ধর্ষণ করেন।

সেই সময় ট্রাম্প ও ক্যারল দুজনের বয়স ৫০ এর কাছাকাছি। ট্রাম্প তখন বিবাহিত, মারলা ম্যাপলসের সঙ্গে সংসার করছিলেন। ওই ঘটনার পর ক্যারল তার দুই বন্ধুকে সব খুলে বলেন। বন্ধুদের মধ্যে একজন ক্যারলকে পুলিশের কাছে যেতে বলেন।

কিন্তু অন্য বন্ধুটি ক্যারলকে বিষয়টি কাউকে না জানাতে পরামর্শ দিয়ে বলেন, ‘ভুলেও পুলিশের কাছে যেও না। ট্রাম্পের ২০০ আইনজীবী আছে। উনি তোমাকে স্রেফ মাটিতে পুঁতে ফেলবেন।’

তবে ট্রাম্প এ অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের দাবি, ক্যারল নিজের একটি বই বিক্রি করার জন্য এমন গালগল্প ফেঁদেছেন।

অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে এটি ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রথম অভিযোগ নয়। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি নারী যৌন হেনস্তার অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। তবে সব অভিযোগই অস্বীকার করেছেন ট্রাম্প।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।