কথা রাখবেন ড. মাহাথির; ৩ বছর পর পদত্যাগ
(last modified Mon, 24 Jun 2019 17:11:00 GMT )
জুন ২৪, ২০১৯ ২৩:১১ Asia/Dhaka
  • আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মুহাম্মাদ
    আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মুহাম্মাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী তিন বছর পর ক্ষমতা থেকে সরে যাবেন এবং পার্টি কিয়াদিলান রাকাইয়াতের সভাপতি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

থাইল্যান্ডে আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার অবকাশে তিনি সিএনবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।  মাহাথির মুহাম্মাদ বলেন, “আমার আগের প্রতিশ্রুতি মতে আমি ক্ষমতা থেকে সরে যাব এবং আনোয়ার ইবাহিমের কাছে ক্ষমা হস্তান্তর করব।”

ড. মাহাথির মুহাম্মাদ বলেন, দেশের জন্য বৈদেশিক ঋণ রয়েছে তা আগামী তিন বছরে শতকরা ৮০ ভাগ থেকে ৫৪ ভাগে নেমে আসবে।

এসব লক্ষ্য কীভাবে ও কতটা বাস্তবায়ন করা গেল তা দেখার জন্য ক্ষমতায় থাকবেন কিনা- এমন প্রশ্নের জবাবে ড. মাহাথির বলেন, “আমি তিন বছরের বেশি ক্ষমতায় থাকব না।”  

পার্সটুডে/এসআইবি/২৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন