মামা বাড়ির আবদার: ‘ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না’
https://parstoday.ir/bn/news/world-i71653-মামা_বাড়ির_আবদার_ইরান_ইউরেনিয়াম_সমৃদ্ধ_করতে_পারবে_না’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিবাদে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্ধারিত সীমার চেয়ে বেশি করার ঘোষণা দেয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০১৯ ১০:১৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্তর্জাতিক আইন ও পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নিতে হবে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এ সমঝোতা বাস্তবায়ন না করার প্রতিবাদে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নির্ধারিত সীমার চেয়ে বেশি করার ঘোষণা দেয়ার পর পম্পেও এ প্রতিক্রিয়া জানালেন।

তিনি গতরাতে (সোমবার রাতে) দাবি করেন, ইরান এ পদক্ষেপের মাধ্যমে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। কাজেই ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় সে ব্যবস্থা নিতে হবে।

আমেরিকা যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইউরোপীয় দেশগুলো যে তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না সে প্রসঙ্গ এড়িয়ে যান পম্পেও। তিনি বলেন, কোনো ধরনের পরমাণু সমঝোতায় ইরানকে বিন্দুমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া উচিত হবে না।

ব্রায়ান হুক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যতদিন আমেরিকার আলোচনার প্রস্তাবে সাড়া না দেবে এবং নিজের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ততদিন ওয়াশিংটন তেহরানের ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপ করে যাবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক সম্প্রতি এক বক্তৃতায় দাবি করেছিলেন, তেহরানের উচিত আমেরিকার কূটনীতির জবাব কূটনীতির মাধ্যমে দেয়া। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া, নিষেধাজ্ঞা আরোপ ও অন্যায়ভাবে চাপ প্রয়োগকে ব্রায়ান হুক কূটনীতি বোঝাতে চেয়েছেন।

আমেরিকা এমন সময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কেড়ে নিতে চায় যখন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে নিজের অকাট্য অধিকার মনে করে। ইরান বলে এসেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো অভিপ্রায় তার নেই তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার চালিয়ে যাবে তেহরান। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২