নারী কংগ্রেস সদস্যদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানালেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i71960-নারী_কংগ্রেস_সদস্যদের_নিজ_দেশে_ফিরে_যাওয়ার_আহ্বান_জানালেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় নারী সদস্যদের অবমাননা করে চরম বর্ণবাদী বক্তব্য দিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় বিদেশি বংশোদ্ভূত এসব কংগ্রেস সদস্যকে অবিলম্বে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১০:২৫ Asia/Dhaka
  • (বাম থেকে) ইলহান ওমর, রাশিদা তালিব ও আলেক্সান্দ্রিয়া ওকাজিও কর্টেজ।
    (বাম থেকে) ইলহান ওমর, রাশিদা তালিব ও আলেক্সান্দ্রিয়া ওকাজিও কর্টেজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় নারী সদস্যদের অবমাননা করে চরম বর্ণবাদী বক্তব্য দিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় বিদেশি বংশোদ্ভূত এসব কংগ্রেস সদস্যকে অবিলম্বে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের টুইটার বার্তায় বলা হয়েছে, “ডেমোক্র্যাট দলের নারী সদস্যরা প্রকৃতপক্ষে এমন সব দেশে থেকে উঠে এসেছেন যেখানকার সরকারগুলো বিশ্বের সবচেয়ে খারাপ, দুর্নীতিবাজ ও অযোগ্য (সেসব দেশে যদি আদৌ কোনো কার্যকর সরকার থেকে থাকে)। এসব সদস্য এখন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী দেশ আমেরিকার জনগণকে বড় গলায় বলে বেড়াছেন সরকার কীভাবে চালাতে হবে।”

ট্রাম্প তার টুইটার বার্তায় আরো লিখেছেন, “তারা কেন ফিরে যাচ্ছেন না এবং নিজেদের অপরাধপ্রবণ দেশগুলোকে ঠিক করার কাজে সহায়তা করছে না? তারা নিজেদের দেশে ফিরে গিয়ে কীভাবে দেশ চালাতে হয় তা আমাদের সামনে প্রমাণ করুন। ওইসব দেশে আপনাদের ভীষণ প্রয়োজন। যত দ্রুত সম্ভব রওনা হয়ে যান।”

মার্কিন কংগ্রেসের বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যদের কয়েকজন হলেন সোমালিয়ায় জন্মগ্রহণকারী ইলহান ওমর, ফিলিস্তিন থেকে আসা রাশিদা তালিব এবং পোর্টোরিকো বংশোদ্ভূত আলেক্সান্দ্রিয়া ওকাজিও কর্টেজ। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৫