গড়ে উঠছে নতুন জোট; চীনে আফ্রিকার সামরিক নেতাদের সম্মেলন
https://parstoday.ir/bn/news/world-i71965-গড়ে_উঠছে_নতুন_জোট_চীনে_আফ্রিকার_সামরিক_নেতাদের_সম্মেলন
চীনের রাজধানী বেইজিংয়ে আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশের সামরিক নেতারা সপ্তাহব্যাপী সম্মেলনে যোগ দিচ্ছেন। চীন ও আফ্রিকার মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১৬:৩০ Asia/Dhaka
  • আফ্রিকার কয়েকজন নেতার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাতিসংঘ মাহসচিব
    আফ্রিকার কয়েকজন নেতার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাতিসংঘ মাহসচিব

চীনের রাজধানী বেইজিংয়ে আফ্রিকা মহাদেশের প্রায় সব দেশের সামরিক নেতারা সপ্তাহব্যাপী সম্মেলনে যোগ দিচ্ছেন। চীন ও আফ্রিকার মধ্যকার সামরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে এ সম্মেলনের মধ্যদিয়ে একটি নতুন জোট গড়ে উঠবে এবং আফ্রিকা মহাদেশের শান্তি ও নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। মহাদেশটিতে চীন বিশাল আকারের বিনিয়োগ করেছে।

গতকাল (রোববার) থেকে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চীন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা সম্মেলন শুরু হয়। এতে আফ্রিকার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানরা অংশ নিলেও কার্যত আফ্রিকার সব দেশ থেকে উঁচু পর্যায়ের সামরিক অ্যাটাশে ও সামরিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

চায়না একোডেমী অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব ওয়েস্ট এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের গবেষক ওয়াং হোংয়ি বলেন, “এ সম্মেলনের প্রধান দিক হবে কৌশলগত ও বিশেষায়িত বিষয়ে মত বিনিময় করা।” তিনি বলেন, আফ্রিকার দেশগুলোর নিরাপত্তার বিষয়ে তারাই চীনকে অুনরোধ করেছে। বিষয়টিতে জাতিসংঘেরও সম্মতি রয়েছে এবং এটি চীনের স্বার্থ রক্ষার জন্যও সহায়ক হবে।#    

পার্সটুডে/এসআইবি/১৫