সমালোচনাকারীদের গলা কাটার হুমকি দিলেন মিশরের মন্ত্রী
মিশরের অভিবাসন বিষয়ক মন্ত্রী নাবিলা মাকরাম বিরোধী লোকজনের গলা কাটার হুমকি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সরকারি সফরে কানাডা গিয়ে টরেন্টো শহরের এক অনুষ্ঠানে তিনি ওই হুমকি দেন।
এরইমধ্যে তার এ বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, মিশরের এ মন্ত্রী সহিংসতার পথ বেছে নেয়ার কথা তুলে ধরেছেন।
কানাডায় অভিবাসী লোকজনের এ অনুষ্ঠানে নাবিলা মাকরাম বলেন, “আমাদের দেশ সম্পর্কে যেকেউ কথা বলেছে তাদের ভাগ্যে কী জুটেছে? আমরা গলা কেটে দিয়েছি।” এ সময় তিনি তার হাত গলা পর্যন্ত তুলে কেটে দেয়ার ইশারা দেন। তিনি মূলত কায়রোর সামরিক বাহিনী সমর্থিত সরকারের বিরুদ্ধে সমালোচনার শাস্তির কথা তুলে ধরেছেন। তার বক্তব্য শুনে লোকজন হাসিতে ফেটে পড়ে।
এদিকে, মিশর-কানাডা কোয়ালিশন ফর ডেমোক্র্যাসি’র পরিচালক মুহাম্মাদ কামাল বলেন, মন্ত্রীর এ বক্তব্য খুবই বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, “এ ঘটনা আমাদেরকে জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।”#
পার্সটুডে/এসআইবি/২৫