মার্কিন কূটনীতিক তলব করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i72667-মার্কিন_কূটনীতিক_তলব_করল_রাশিয়া
রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে একজন শীর্ষ পার্যায়ের মার্কিন কূটনীতিককে তলব করেছে মস্কো। গত সপ্তাহে রাজধানী মস্কোয় সরকার-বিরোধী একটি অনুমতিহীন সমাবেশের প্রতি মার্কিন দূতাবাস সমর্থন দেয়ার পর রুশ সরকার এ পদক্ষেপ নিল।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১৯:২৩ Asia/Dhaka
  • মস্কোয় মার্কিন দূতাবাসের পাশে রাশিয়ার পতাকা উড়ছে
    মস্কোয় মার্কিন দূতাবাসের পাশে রাশিয়ার পতাকা উড়ছে

রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে একজন শীর্ষ পার্যায়ের মার্কিন কূটনীতিককে তলব করেছে মস্কো। গত সপ্তাহে রাজধানী মস্কোয় সরকার-বিরোধী একটি অনুমতিহীন সমাবেশের প্রতি মার্কিন দূতাবাস সমর্থন দেয়ার পর রুশ সরকার এ পদক্ষেপ নিল।

মস্কোয় আয়োজিত ওই সমাবেশের প্রস্তাবিত রুট নির্দেশ করে একটি মানচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের এই ভূমিকার বিরুদ্ধে আজ (শুক্রবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া দেখালো। সামাজিক যোগাযোগের মাধ্যমে মানচিত্র প্রকাশ করার জন্য মার্কিন কূটনীতিককে তলব করার কথা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

রুশ মন্ত্রাণলয় বলেছে, “সমাবেশে যাওয়ার পথ দেখিয়ে মানচিত্র প্রকাশের ঘটনাকে আমরা ওই সমাবেশে লোকজনের অংশগ্রহণে উৎসাহিত করা ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানকে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করি।”

রাশিয়ার স্থানীয় নির্বাচনে বিরোধীদলের কয়েকজন নেতাকে অংশ নেয়ার ব্যাপারে অযোগ্য ঘোষণা করার প্রতিবাদে গত ৩ আগস্ট মস্কোয় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।#

পার্সটুডে/এসআইবি/৯