আবারো ভারতীয় কূটনীতিক তলব করছে পাকিস্তান
-
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা চলছেই
পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আহলুওয়ালিয়াকে তলব করছে ইসলামাবাদ। বিনা উসকানিতে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করে পাক সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়।
পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ও দক্ষিণ এশিয়া বিষয়ক মহা পরিচালক ড. মুহাম্মাদ ফয়সাল ভারতীয় এ কূটনীতিককে তলব করেন। এ সময় তিনি ভারতীয় কূটনীতিকের কাছে গতকাল (রোববার) হট স্প্রিং ও চিরিকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণ জানতে চান এবং প্রতিবাদ করেন।

ভারতীয় সেনাদের গোলাগুলিতে ৭৫ বছর বয়সী লাল মুহাম্মাদ ও ৬১ বছর বয়সী হাসান দীন নিহত হন। এছাড়া, সাত বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরবার ভারতীয় সেনাদের যুদ্ধবিরতির কারণে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে ড. ফয়সাল উল্লেখ করেন। এছাড়া, তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।#
পার্সটুডে/এসআইবি/১৯