রাশিয়ার মাধ্যমে ইসরাইলকে সতর্ক করে দিলেন লেবাননের প্রধানমন্ত্রী
(last modified Wed, 28 Aug 2019 00:43:49 GMT )
আগস্ট ২৮, ২০১৯ ০৬:৪৩ Asia/Dhaka
  • মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী সা\'দ হারিরির সাক্ষাৎ (ফাইল ছবি)
    মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী সা\'দ হারিরির সাক্ষাৎ (ফাইল ছবি)

লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি তার দেশে সাম্প্রতিক ইসরাইলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন। রাশিয়ার মাধ্যমে তিনি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের পুনরাবৃত্তির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছেন।

সা’দ হারিরি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তিনি লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলাকে ‘ভয়ঙ্কর কাজ’ বলে অভিহিত করে বলেন, এ হামলার মাধ্যমে ইসরাইল লেবাননের সার্বভৌমত্ব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। ওই প্রস্তাবের মাধ্যমে বিগত বছরগুলোতে ইসরাইল-লেবানন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল বলে তিনি উল্লেখ করেন।

লেবাননের প্রধানমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ইসরাইল যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না করে সেজন্য বৈরুত মস্কোকে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। টেলিফোনালাপে সা’দ হারিরি বলেন, “ইসরাইলকে সুস্পষ্ট ভাষায় এ বার্তা দিতে হবে যে, তাকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে হবে।”

লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের প্রধানমন্ত্রীর এ আহ্বানের জবাবে সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ লেবাননের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতার প্রতি সম্মান জানায় এবং অন্য কেউ তা লঙ্ঘন করুক তা চায় না। রুশ পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের প্রতি সম্মান জানানোর জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবের মাধ্যমে ২০০৬ সালের গ্রীষ্মে ৩৩ দিনের ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ হয়েছিল।

গত রোববার রাতে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত এলাকায় দুটি ইসরাইলি ড্রোন বিধ্বস্ত হয়।  লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পাঠানো প্রথম ড্রোনটি বৈরুতের দাহিয়ে এলাকায় সংগঠনটির মিডিয়া সেন্টারের ওপর ভেঙে পড়ে। ওই ড্রোন দিয়ে ইসরাইল লেবাননের মিডিয়া সেন্টারে আত্মঘাতী হামলা চালায় বলে হিজবুল্লাহ অভিযোগ করেছে। দ্বিতীয় ড্রোনটি ওই মিডিয়া সেন্টারের কাছাকাছি একটি এলাকার আকাশে বিধ্বস্ত হয়।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ