শিগগিরই ইরান সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির: জারিফ
(last modified Thu, 29 Aug 2019 00:37:59 GMT )
আগস্ট ২৯, ২০১৯ ০৬:৩৭ Asia/Dhaka
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ
    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতার অসংখ্য ক্ষেত্র রয়েছে। তিনি এশিয়ার তিন দেশ সফরের শেষ পর্যায়ে বুধবার রাতে টোকিও থেকে কুয়ালালামপুর পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান।

মালয়েশিয়া ও ইরানের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিরাজ করছে বলে জানান জারিফ। তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটের ব্যাপারে দু’দেশের মধ্যে শলাপরামর্শ প্রয়োজন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ শিগগিরই ইরান সফরে আসবেন বলেও খবর দেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

চলতি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

মালয়েশিয়া যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো’র সঙ্গে বৈঠক করেন। জাপান যাওয়ার আগে জারিফ চীন সফর করেন।  সেখানে তিনি জাপানি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।